ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পড়তে বসতে বলায় ৯ বছরের শিশুর আত্মহত্যার অভিযোগ উঠেছে। ওই শিশুর নাম মো. ওমর (৯)।
পরিবার সূত্রে জানা গেছে, পড়তে বসতে বলায় মায়ের সঙ্গে অভিমান করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত ওমর পৌর শহরের রাধানগর (সাহাপাড়া) এলাকার আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে। সে রাধানগর রেসিডেন্সিয়াল স্কুলে ৪র্থ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ওমরের মা তাকে পড়তে বসতে বলেন। এ কথা বলার পর সে পাশের ঘরে গিয়ে দরজা আটকি দেয়। দরজা খোলার জন্য তার মা ডাকাডাকি করলেও সে দরজা খোলেনি। কিছুক্ষণ পর ওমরের সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখে ঘরের ‘তীরের সঙ্গে’ওমরের ঝুলন্ত মরদেহ। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে মনে হয়েছে। পরিবারের লোকজন এবং স্থানীয়রা জানিয়েছে, পড়ার কথা বলায় সে আত্মহত্যা করেছে।