বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, আওয়ামী পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে কর্মী হত্যা, হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুরে বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি।
ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশস্থল কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠ দলীয় নেতাকর্মীদের পদচারণে মুখর। ইতিমধ্যে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। ফরিদপুর জেলা ছাড়াও বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার বিএনপি নেতাকর্মীরা দলে দলে সমাবেশস্থলে আসছেন।আজ শনিবার সকাল ১১টার দিকে শুরু হয় দলটির সমাবেশ।
সমাবেশে যোগ দিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা আগেই ফরিদপুরে পৌঁছেছেন।
এ ছাড়া মাদারীপুর, শরীয়তপুর থেকে বিশাল ট্রলার বহর নিয়ে বিএনপির নেতাকর্মীরা সমাবেশে এসেছেন। তারা দীর্ঘপথ হেঁটে সমাবেশস্থলে পৌঁছান। পরিবহন ধর্মঘট থাকায় বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মীদের সকাল থেকেই হেঁটে, মোটরসাইকেলে চড়ে, বাইসাইকেলে করে সমাবেশস্থলে আসতে দেখা গেছে।