বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন

ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রি ৩০ লাখের কাছাকাছি!

প্রতিনিধির / ২২৩ বার
আপডেট : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রি ৩০ লাখের কাছাকাছি
ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রি ৩০ লাখের কাছাকাছি

বিশ্বের অন্যতম ছোট দেশ কাতার। তারাই এবার বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। ওবিশ্বের অন্যতম ছোট দেশ কাতার। তারাই এবার বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। ওই সময়ে প্রায় ১২ লাখ পর্যটককে আতিথেয়তা দিতে প্রস্তুত দেশটি।

ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রি ৩০ লাখের কাছাকাছি পৌঁছেছে। আগামী ২০ নভেম্বর কাতারে পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। সোমবার (১৭ অক্টোবর) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এ সংখ্যা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।বিশ্বকাপ আয়োজকরাও এ উপাত্ত দিয়েছেন। ফুটবলের ২২তম বৈশ্বিক আসরের প্রধান পরিচালন কর্মকর্তা কলিন স্মিথ বলেন, এখন পর্যন্ত ২৮ লাখ ৯০ হাজার টিকিট বিক্রি হয়েছে। সেগুলোর শীর্ষ ক্রেতা তিন দেশ হলো কাতার, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। দোহায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইনফান্তিনো। ফিফা প্রেসিডেন্ট বলেন, এ প্রথম আরব বিশ্বে ফুটবল বিশ্বকাপ হচ্ছে। মাসব্যাপী টুর্নামেন্টের জন্য ২ লাখ ৪০ হাজার আতিথেয়তা প্যাকেজ বিক্রি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ