ফেনী নদীর মুহুরী প্রজেক্ট এলাকায় বালু উত্তোলনকে কেন্দ্র করে কয়েকটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধ মিমাংসার জন্য শুক্রবার সকালে বারইয়ারহাট পৌরসভার মেয়র মো. রেজাউল করিম খোকনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে আসছিলেন।
এসময় তাদের উপর দুর্বৃত্তরা হালমা চালায়। এতে মেয়র রেজাউল করিম ছাড়াও যুবলীগ নেতা সাঈদ খান দুখু ও অশোক সেন নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাদেরকে প্রথমে মস্তান নগর স্বাস্থ্য কেন্দ্র পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।