ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট-জার্মেইনের পিএসজি চমকপ্রদ ৫-০ জয়ের পর ফ্রান্সের প্যারিসের রাস্তায় নেমে আসে হাজারো ভক্তরা। এ বিজয় উদযাপনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় পিএসজি সমর্থকরা। রাতভর এ সংঘর্ষে দুজন নিহত হয়েছে। সেই সাথে গ্রেফতার করা হয়েছে অনেক সমর্থকদের বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পিএসজি জার্মানির মিউনিখে ইন্টার মিলানকে হারানোর পর প্যারিস শহরজুড়ে গাড়ির হর্ন, উল্লাস, রাস্তায় গান ও আতশবাজির মাধ্যমে সারারাত উদযাপন চলছিলো। তবে, শাম্পস-এলিসে অ্যাভিনিউতে ভিড় জমায় পুলিশের সঙ্গে সংঘর্ষে রাজধানীতে ৪৯১ জনকে গ্রেফতার করা হয়। সারাদেশে মোট গ্রেফতার সংখ্যা ৫৫৯।