সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ন

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ

প্রতিনিধির / ২৩ বার
আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

গাজীপুরে বকেয়া বেতনেদর দাবিতে সড়ক অবরোধ। শনিবার থেকে চলা অবরোধ আজ রোববার দিনেও চলছে। এতে ২৫ কিলো রাস্তা জ্যাম লেগে গিয়েছে। দুর্ভোগে সাধারণ মানুষ সহ বাস এর যাত্রীরাও।

আন্দোলনরত শ্রমিকেরা জানায়, গত এপ্রিল মাস থেকে কারখানা বন্ধ ছিল। পরে কারখানা খুললেও দুই মাসের বেতন না দিয়ে কর্তৃপক্ষ টালবাহানা শুরু করে। পুলিশ ও সেনাবাহিনীর মাধ্যমে বারবার বেতন পরিশোধের তারিখ দিলেও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করেনি। তবে, এ বিষয়ে চেষ্টা করেও টিঅ্যান্ডজেড অ্যাপারেলস লিমিটেড কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

উপপুলিশ কমিশনার জানান ,শনিবার সকাল থেকে রাত অব্দি শ্রমিকদের সঙ্গে আমরা দফায় দফায় আলোচনা করেছি।মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত তাদের বকেয়া বেতন আদায়ের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেয়া হয়েছে। কিন্তু অতীতে মালিকপক্ষ কথা রাখেনি এমন অভিযোগ তুলে শ্রমিকেরা প্রথমে বলেছিল বেলা ২টায় অবরোধ তুলে নেবে,পরে বলেছিলো ৫টায় অবরোধ তুলে নিবে ,কিন্তু তারা তুলে নেই নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ