বগুড়ার আদমদীঘিতে সড়কের পাশ থেকে জাহাঙ্গীর আলম নামের ২৫ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাতটার দিকে সান্তাহার নাটোর সড়কের মালসন এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাহাঙ্গীর জয়পুরহাট সদর উপজেলার শিমুলিয়া গ্রামের আব্দুল আলীমের ছেলে।
প্রথমে অজ্ঞাতনামা হিসাবে জাহাঙ্গীরর মরদেহ উদ্ধার করা হয়। পরে নওগাঁ পিবিআই এর একটি টিম ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত করে। নিহত জাহাঙ্গীর আলম একজন মাদকাসক্ত যুবক ছিলেন। তার বিরুদ্ধে জয়পুরহাটসহ বিভিন্ন থানায় মাদক ও চুরির ৬টি মামলা রয়েছে। প্রায় ৫/৬ বছর ধরে সে গা ঢাকা দিয়ে ছিল।
ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর মারা যায়। রাতের অন্ধকারে লাশটি রাস্তার সাইডে পড়েছিল। তাই ভালোভাবে কেউ খেয়াল করেনি। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।