শিরোনাম:
গাইবান্ধায় ১০ বছরের শিশু ধর্ষণে অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার গাজীপুরে নারী শ্রমিক নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকেরা জনগণ মুখ ফিরিয়ে নেয়ার আগেই নির্বাচন দেয়ার আহবান জানিয়েছে বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে আলমগীর হোসেন নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার বাংলাদেশের পরিস্থিতি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র সরকারের নতুন প্রকল্পে জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ হচ্ছে রেমিটেন্সের নামে ৭৩০ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন এক করদাতা ট্রাম্প-পুতিন খুব শীঘ্রই ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ বন্দে কথা বলবেন ফুরফুরা শরীফের ইফতারে মমতা লালমনিরহাট সীমান্তে আবারো কাঁটাতার বেড়া দেয়ার চেষ্টা করেছে বিএসএফ বাধা দিয়েছে বিজিবি
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন

বন্যাদুর্গতদের ত্রাণ দিতে রাশিয়ার বাধা : জাতিসংঘ

প্রতিনিধির / ২৬১ বার
আপডেট : সোমবার, ১৯ জুন, ২০২৩
বন্যাদুর্গতদের ত্রাণ দিতে রাশিয়ার বাধা : জাতিসংঘ
বন্যাদুর্গতদের ত্রাণ দিতে রাশিয়ার বাধা : জাতিসংঘবন্যাদুর্গতদের ত্রাণ দিতে রাশিয়ার বাধা : জাতিসংঘ

খেরসনে বাঁধ ভেঙে কয়েক হাজার মানুষ গৃহহীন। রাশিয়া তাদের কাছে জাতিসংঘকে পৌঁছাতে দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। কিছুদিন আগে খেরসনের কাখোভকা বাঁধে বিস্ফোরণ হয়েছে। যার ফলে বিস্তীর্ণ এলাকায় বন্যা শুরু হয়েছে।

ইউক্রেনের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যায়। একইভাবে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের বহু এলাকা প্লাবিত হয়েছে।
এই পরিস্থিতিতে ররিবার জাতিসংঘ অভিযোগ করেছে, ওই অঞ্চলগুলোতে তারা ত্রাণ পাঠানোর চেষ্টা করলেও রুশ প্রশাসন সেখানে তাদের ঢুকতে দিচ্ছে না। জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বিষয়ের কর্মকর্তা ডেনিস ব্রাউন জানিয়েছেন, ‘আমরা একাধিকবার এ বিষয়ে রাশিয়ার প্রশাসনের সঙ্গে কথা বলেছি।কিন্তু তারা ওই অঞ্চলে আমাদের ঢুকতে বাধা দিচ্ছে। আমরা চেষ্টা চালিয়ে যাব। কারণ ওই অঞ্চলের মানুষের ত্রাণ এবং সাহায্য়ের প্রয়োজন।’

ডেনিসের অভিযোগ, রাশিয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।আন্তর্জাতিক মানবাধিক সংগঠনকে বন্যাদুর্গত অঞ্চলে ঢুকতে দিতে বাধ্য তারা। বাঁধটি ভেঙে যাওয়ার ফলে নদীর দুই পাড়ই ভেসে গেছে।ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আইহোর ক্লাইমেনকো জানিয়েছেন, ইউক্রেনের দিকে যে অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে অন্তত ১৭জনের মৃত্যু হয়েছে বন্যায়। ৩১ জন এখনো নিখোঁজ। প্রায় ৯০০ বাড়ি জলের তলায় চলে গেছে।

এখনো পর্যন্ত রাশিয়ার আক্রমণ বাঁচিয়ে তিন হাজার ৬০০ মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।রাশিয়ার দখলে থাকা অঞ্চলের প্রশাসক আন্দ্রেই আলেকসেয়েঙ্কো জানিয়েছেন, মৃতের সংখ্যা ২৯-এ পৌঁছেছে। কিন্তু কেন জাতিসংঘকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না, এবিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। রাশিয়া এবং ইউক্রেন দুই পক্ষই বাঁধ ভাঙার জন্য একে অপরকে দায়ী করছে। তবে জাতিসংঘের বক্তব্য, সম্ভবত রাশিয়াই ওই বাঁধের কাছে বিস্ফোরণ ঘটিয়েছে।

এদিকে রবিবার রাতে ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ফ্রন্টলাইনে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা দখল করেছেন। জেলেনস্কির দাবি, আভদিভকা শহর ইউক্রেনের সেনার হাতে এসেছে। কৌশলগতভাবে এই শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধের একেবারে গোড়ার দিকে শহরটি রাশিয়া দখল করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ