মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন

বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক ৩০ অক্টোবর

প্রতিনিধির / ১৫৮ বার
আপডেট : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক ৩০ অক্টোবর
বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক ৩০ অক্টোবর

আড়াই মাস ধরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান গোলাগুলিকে কেন্দ্র করে সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে।এতে বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। সীমান্তের এ পরিস্থিতি নিয়ে শুরু থেকে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে নানা পর্যায়ে যোগাযোগ চলছিল। একাধিকবার বিজিপির কাছে চিঠি পাঠানোও হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বৈঠকে বসতে রাজি হয়েছে।

সীমান্তে চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বৈঠকে বসতে রাজি হয়েছে মিয়ানমার। তবে পতাকা বৈঠকে আর কী কী বিষয়ে আলোচনা হবে এবং দুই দেশের কতজন করে সদস্য অংশ নেবেন সেই বিষয়ে জানা যায়নি।রোববার (৩০ অক্টোবর) সকাল ১০টায় কক্সবাজারের টেকনাফে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)-এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ