সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন

বসুন্ধরা পেপার মিলস লিঃ এ বিভিন্ন পদে নিয়োগ

প্রতিনিধির / ২৬৮ বার
আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

পদের সংখ্যা: ১০ টি ক্যাটাগরিতে মোট অগণিত জনকে নিয়োগ দেবে।

জাতীয়তাঃ অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে।

০১। পদের নাম: অপারেটর/ জুনিয়র অপারেটর।
পদসংখ্যা (অগণিত) জন।
মূল বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে।

০২। পদের নাম: জুনিয়র অফিস এ্যাসিস্ট্যান্ট।
পদসংখ্যা: (অগণিত) জন।
মূল বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে।

০৩। পদের নাম: জুনিয়র অপারেটর।
পদসংখ্যা: ০৭ (অগণিত) জন।
মূল বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে।

০৪। পদের নাম: ফর্কলিফট অপারেটর।
পদসংখ্যা (অগণিত) জন।
মূল বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে।

০৫। পদের নাম: সিনিয়র ফোরম্যান /ফোরম্যান/জুনিয়র ফোরম্যান।
পদসংখ্যা (অগণিত ) জন।
মূল বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে।

০৬। পদের নাম: সুইপার /ক্লিনার।
পদসংখ্যা (অগণিত) জন।
মূল বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে।

০৭। পদের নাম: অপারেটর /জুনিয়র অপারেটর।
পদসংখ্যা (অগণিত) জন।
মূল বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে।

০৮। পদের নাম: জুনিয়র স্টোরকিপার / স্টোন এটেন্ড্যান্ট।
পদসংখ্যা: (অগণিত) জন।
মূল বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে।

০৯। পদের নাম: অফিস এ্যাসিস্ট্যান্ট।
পদসংখ্যা: (অগণিত) জন।
মূল বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে।

১০। পদের নাম: জুনিয়র অফিস এ্যাসিস্ট্যান্ট।
পদসংখ্যা: (অগণিত) জন।
মূল বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে।

চাকুরি আবেদনের ঠিকানাঃ আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ পত্র, কোভিড-১৯ এর সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র এর মূল কপি এবং সকল প্রকার কাগজপত্রের সত্যায়িত ফটোকপি সহ নিম্ন বর্নিত ঠিকানায় সরাসরি সকাল ০৯ টা থেকে বিকেল ০৪ টায় সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

যোগাযোগ করার ঠিকানাঃ
বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।
(ইউনিট-১)
মেঘনা ঘাট, বড়নগর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।
তারিখঃ ০৫-০৯-২০২২ রোজ সোমবার এবং ০৭-০৯-২০২২ তারিখ বুধবার।

বিঃদ্রঃ অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ।
আবেদন শুরু: ২৮-০৮-২০২২ তারিখ সকাল ১০:০০ টা মিনিট থেকে আবেদন করতে পারবেন।

অফিসিয়াল ওয়েবসাইট:
https://www.bashundharapapermills.com এই সাইট থেকে আবেদন করার নিয়ম জানা যাবে।

আবেদনের শেষ সময়: আগামী ০৫-০৯-২০২২ থেকে ০৭-০৯-২০২২ তারিখ বিকাল ০৫:০০ টা মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ