বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:২৭ অপরাহ্ন

বাংলাদেশকে রান পাহাড়েই চাপা দিলো দক্ষিণ আফ্রিকা

প্রতিনিধির / ১৮২ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
বাংলাদেশকে রান পাহাড়েই চাপা দিলো দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশকে রান পাহাড়েই চাপা দিলো দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশকে রান পাহাড়েই চাপা দিলো দক্ষিণ আফ্রিকা। রাইলি রুশোর সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের সামনে ২০৬ রানের পাহাড়সম টার্গেট দিয়েছে প্রোটিয়ারা।৫ দশমিক ৩ ওভারের পর আসে বৃষ্টির বাধা। এরপর খেলা শুরু হলে তাণ্ডব চালান দুই প্রোটিয়া কুইন্টন ডি কক আর রাইলি রুশো। পাওয়ার প্লেতেই স্কোর বোর্ডে যোগ করেন ৬৩ রান।

টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারেই টেম্বা ভাবুমার উইকেট তুলে নেয় তাসকিন আহমেদ। এরপর চলে কুইন্টন ডি কক আর রাইলি রুশো তাণ্ডব। ৬৩ রান করে ডি কক ফিরলে ভাঙ্গে ১৬৩ রানের জুটি।

এর আগে ডি কক তুলে নেয় ক্যারিয়ারের ১৪তম হাফ সেঞ্চুরি। একপাশ আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন রুশো। ৭ চার আর ৮ ছয়ে ৫৬ বলে খেলেন ১০৯ রানের অনবদ্য ইনিংস। আর তাতেই ৫ উইকেটে ২০৫ রানের বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।

আজ টাইগার একাদশে ইয়াসির আলির পরিবর্তে জায়গা হয়েছে মেহেদি মিরাজের। প্রোটিয়া একাদশে আসেন স্পিনার শামসি। সিডনিতে সকাল থেকেই ছিল বৃষ্টির হানা। শঙ্কা দেখা দিয়েছিল সময়মত টস হওয়া নিয়ে। পরে টস ঠিকমতো হলেও পুরো ম্যাচেই আছে বৃষ্টির পূর্বাভাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ