শিরোনাম:
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ঢাকায় বসুন্ধরায় আটক বরিশালে শিশু ধর্ষণ চেষ্টা গণপিটুনিতে এক অটোচালক নিহত সীমান্তে হত্যা মানব পাচার ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি এবং বিএসএফের বৈঠক তেতুলিয়ায় এক অসুস্থ বিলুপ্ত প্রজাতির শকুন উদ্ধার করেছে বন বিভাগ গাইবান্ধায় দেয়াল কেটে একটি স্বর্ণ দোকানে ৮০ ভরি স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা পুকুর খনন করতে গিয়ে রাইফেল বুলেট উদ্ধার আরাকান আর্মির হেফাজতে থাকা ২৬ জেলাকে ফেরত এনেছে বিজিবি নৈতিক শিক্ষার অভাবেই ধর্ষণ নির্যাতন বাড়ছে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা দিবে জাতিসংঘ জাতিসংঘের মহাসচিব এর সাথে বিএনপি নেতাদের সংস্কার ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

বাংলাদেশে ‘পাঠান’ মুক্তির অপেক্ষা বাড়ল

প্রতিনিধির / ২১০ বার
আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
বাংলাদেশে ‘পাঠান’ মুক্তির অপেক্ষা বাড়ল
বাংলাদেশে ‘পাঠান’ মুক্তির অপেক্ষা বাড়ল

বাংলাদেশে আগামী ২৭ জানুয়ারি মুক্তি পাওয়ার সম্ভাবনা তৈরি করেছিল শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘পাঠান।’ আগামীকাল ভারত ও ভারতের বাইরে বিভিন্ন দেশে একযোগে মুক্তি পাবে ছবিটি।সাফটা চুক্তির আওতায় ছবিটি মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছিল। এই উদ্যোগে আগামী ২৭ জানুয়ারি ছবিটি মুক্তি পেতে পারত। তবে ২৭ জানুয়ারি মুক্তি না পেলেও কিছুদিন পরে ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে।

তথ্য মন্ত্রণালয় থেকে আপাতত ছবিটি দেশে মুক্তির সিদ্ধান্ত হয়নি। মঙ্গলবার দুপুরে বাংলাদেশে ‘পাঠান’ মুক্তির বিষয়ে মন্ত্রণালয়ের আমদানি-রপ্তানিসংক্রান্ত কমিটির মিটিংয়ে ছবিটি মুক্তির কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।এ বিষয়ে হল মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেন, “বাংলাদেশে ‘পাঠান’ ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে। মন্ত্রণালয়ের আমদানি-রপ্তানিসংক্রান্ত কমিটির পরিচালক সমিতি ও হল মালিকরা বসেছিলাম। বৈঠক আনার পক্ষে যুক্তি উপস্থাপন করেছি আমরা। বিপরীতে না আনার পক্ষেও যুক্তি দেওয়া হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। যেহেতু এটা আমদানি-রপ্তানির বিষয় তাই বাণিজ্য মন্ত্রলায়েরও বিষয় আছে। ফলে আমাদের বিষয়ে সিদ্ধান্তের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।”

‘পাঠান’ ছবির মাধ্যমে প্রায় পাঁচ বছর পর পর্দায় ফিরছেন শাহরুখ। জানা যায়, এরই মধ্যে বাংলাদেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান ইকো এন্টারটেইনমেন্টের কাছে শাকিব খানের ‘পাঙ্কু জামাই’ রপ্তানি করা হয়েছে।এদিকে উপমহাদেশজুড়ে শুরু হয়েছে ‘পাঠান’-ঝড়। মুক্তির আগেই বক্স অফিসের সব হিসাব-নিকাশ উল্টে দিয়েছে অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবি। ২০ জানুয়ারি ছবির অগ্রিম টিকিট বুকিং শুরু হয়েছে।

বলিউড বাদশাহর প্রত্যাবর্তন, ভারতের সবচেয়ে বড় সুপারস্টারের পর্দায় ফেরা। ‘পাঠান’ নিয়ে বিশেষণটা এমনই হচ্ছে। দীর্ঘ চার বছরেরও অধিক সময় পর শাহরুখ খান ফিরছেন ভক্তদের জন্য ‘পাঠান’ নিয়ে। বহুল প্রতীক্ষিত চলচ্চিত্রটি মুক্তির আগেই বেশ কিছু বিতর্কের মুখোমুখি হয়েছে।তবে বিতর্ক পাশ কাটিয়ে একের পর এক রেকর্ডের মুখ দেখছে ‘পাঠান’। বাণিজ্য বিশ্লেষকদের ধারণা মতে, ‘পাঠান’ মুক্তির প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী ৩০০ কোটির বেশি আয় তুলে নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ