নাটোরের বাগাতিপাড়া উপজেলা থেকে দুটি বনবিড়ালের বাচ্চা উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার হাটদৌল এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে তাদের উদ্ধার করা হয়।
পরিবেশবাদী ফজলে রাব্বী জানান, বনবিড়ালের দুটি বাচ্চা কুকুরের হাত থেকে রক্ষা করে স্থানীয় বাসিন্দা আশুরা জান্নাত বাসায় নিয়ে যান। খবর পেয়ে পরিবেশবাদী সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে যায়। পরবর্তীতে তারা বাচ্চা দুটি রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করে।
বিভাগটির জুনিয়র ওয়াইল্ড স্কাউট সোহেল রানা বলেন, বনবিড়ালের বাচ্চা দুটিকে নিবিড় পরিচর্যায় রাখা হবে। পরে সুবিধাজনক সময়ে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।