গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান এপিবিএন-২-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. বদিউজ্জামানের নেতৃত্বে থানচি জেলা পরিষদ রেস্ট হাউজ সংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে দুই কেজি আফিমসহ (যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা) জন ত্রিপুরা নামে এক ইউপি সদস্যকে আটক করা হয়।
বান্দরবানের থানচিতে দুই কেজি আফিমসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জন ত্রিপুরাকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত পৌনে ৯টায় থানচি সদরের মেঘবতি রিসোর্ট সংলগ্ন ভাড়া বাসা থেকে তাঁকে আটক করা হয়। পুলিশ জানায়, দুই কেজি আফিমের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।জন ত্রিপুরা থানচি উপজেলার ২ নম্বর রেমাক্রী ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য। তাঁর বাড়ি রেমাক্রী ইউনিয়নের কালুপাড়া এলাকায়।
বান্দরবান-২ আর্মড পুলিশ ব্যাটেলিয়নের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) আলী আহমদ খান বলেন, ‘দীর্ঘদিন ধরেই একটি চক্র এ মাদক পাচারে লিপ্ত থাকার তথ্যের ভিত্তিতে গোপনে অভিযান পরিচালনা করে একজনকে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর সারণি ৬(গ) ধারায় নিয়মিত মামলা করা হয়েছে।’