দীর্ঘদিন ধরে ফুটবল বিশ্বে রাজত্ব করছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠের দ্বৈরথের বাইরে অর্থ উপার্জনেও জম্পেশ লড়াই করেছেন দুই কিংবদন্তি। বার্ষিক আয়ে কখনো মেসিকে পেছনে ফেলতেন রোনালদো, কিংবা পর্তুগিজ তারকাকে টপকে শীর্ষস্থান দখল করতেন আর্জেন্টিনা অধিনায়ক। এবার মেসি-রোনালদোর ৮ বছরের আধিপত্যের অবসান ঘটালেন কিলিয়ান এমবাপ্পে। যুক্তরাষ্ট্রের সাময়িকী ‘ফোর্বস’-এর তালিকায় এ বছরে বিশ্বের সর্বোচ্চ আয় করা ফুটবলারদের তালিকায় শীর্ষে পিএসজির ফরাসি স্ট্রাইকার।
ফোর্বসের হিসাব অনুযায়ী, ২০২২-২৩ মৌসুমে আনুমানিক ১২ কোটি ৮০ লাখ ডলার আয় করবেন এমবাপ্পে। কর এবং এজেন্ট ফি ছাড়াই এ হিসাব করা হয়েছে। ফোর্বসের বার্ষিক আয়ের রেকর্ডে এটিই সর্বোচ্চ হতে চলেছে। মাত্র ২৩ বছর বয়সে ১০ কোটির কোঠা ছাড়িয়ে গেলেন এমবাপ্পে। ২০১৮ সালে বার্ষিক আয়ে মেসি-রোনালদো প্রথমবারের মতো ১০ কোটি ডলারের বেশি উপার্জন করেন। তখন তারা দু’জনই ত্রিশোর্ধ্ব।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে পারলে মেসির আয় ২০ শতাংশ বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ফোর্বের প্রতিবেদনে বলা হয়, ২০২২-২৩ মৌসুমে ১২ কোটি ডলার আয় হতে পারে আর্জেন্টিনা অধিনায়কের।
ফোর্বসের সর্বোচ্চ আয়ের তালিকায় তিনে নেমে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি মৌসুম শেষে আনুমানিক ১০ কোটি ডলার আয় হতে পারে পর্তুগিজ সুপারস্টারের। তালিকার চার ও পাঁচে রয়েছেন যথাক্রমে নেইমার (৮ কোটি ৭০ লাখ ডলার) ও মোহাম্মদ সালাহ (৫ কোটি ৩০ লাখ ডলার)।
ফোর্বসের শীর্ষ আয় করা ফুটবলারদের তালিকায় ৬ষ্ঠ স্থানে ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্দ। ম্যাগাজিনটি জানিয়েছে, এই মৌসুমে আনুমানিক ৩ কোটি ৯০ লাখ ডলার আয় করবেন হালান্দ।
তালিকার সাত থেকে দশ নম্বরে আছেন যথাক্রমে রবার্ট লেভানদোভস্কি, এডেন হ্যাজার্ড, আন্দ্রেস ইনিয়েস্তা ও কেভিন ডি ব্রুইনা।
৩০ বছরের কম বয়সী ফুটবলার হিসেবে ফোর্বসের সেরা দশের এই তালিকায় জায়গা করে নিয়েছেন শুধু এমবাপ্পে ও হালান্দ।
নাম আয় (ডলার)
কিলিয়ান এমবাপ্পে ১২ কোটি ৮০ লাখ
লিওনেল মেসি ১২ কোটি
ক্রিস্টিয়ানো রোনালদো ১০ কোটি
নেইমার ৮ কোটি ৭০ লাখ
মোহাম্মদ সালাহ ৫ কোটি ৩০ লাখ
আর্লিং হালান্দ ৩ কোটি ৯০ লাখ
রবার্ট লেভানদোভস্কি ৩ কোটি ৫০ লাখ
এডেন হ্যাজার্ড ৩ কোটি ১০ লাখ
আন্দ্রেস ইনিয়েস্তা ৩ কোটি ১০ লাখ
কেভিন ডি ব্রুইনা ২ কোটি ৯০ লাখ