নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বন্ধন পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুজন নিহত হয়েছেন।
বুধবার (১২ অক্টোবর) সকালে উপজেলার বান্টি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের পালা মোড় থেকে আড়াইহাজারের দিকে যেতে সিএনজিচালিত অটোরিকশাটি দুই যাত্রী নিয়ে আরও যাত্রী তুলতে অপেক্ষা করছিল। ওই সময় বন্ধন পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার ওপরে তুলে দেয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার ভেতরে থাকা দুই যাত্রী।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।