সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৭ পূর্বাহ্ন

বিএনপিকে সংবিধান আর কচুকাটা করতে দেয়া হবে না :ওবায়দুল কাদের

প্রতিনিধির / ১৮৭ বার
আপডেট : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
বিএনপিকে সংবিধান আর কচুকাটা করতে দেয়া হবে না :ওবায়দুল কাদের
বিএনপিকে সংবিধান আর কচুকাটা করতে দেয়া হবে না :ওবায়দুল কাদের

বিএনপি’র উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর কাছে প্রশ্ন করেছিলাম আপনাদের নেতা কে? প্রশ্নের জবাব আজও পাইনি। মির্জা ফখরুলের রিমোট কন্ট্রোলে বিএনপি চলেনা, বিএনপি চলে লন্ডনের রিমোট কন্ট্রোলে।

সংবিধানকে আর কচুকাটা করতে দেয়া হবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, জিয়াউর রহমান আমাদের সংবিধানকে ক্ষতবিক্ষত করেছিল। বহুবার সংবিধানকে কাটা ছাড়া করা হয়েছে। সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার আবার নিয়ে আসার স্বপ্ন দেখছেন, এ দিবা স্বপ্ন দেখা বাদ দিন। তত্বাবধায়কের ভূত মাথা থেকে নামিয়ে ফেলুন। এদেশের মানুষ সংবিধানকে আর কচুকাটা করতে দেবেনা।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ মাঠে খিলগাঁও থানা ও এর অন্তর্গত ১,২,৩ ও ৭৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

খিলগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি লায়ন শরীফ আলী খানের সভাপতিত্বে সম্মেলন বক্তৃতা ছিলেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ এর সাবেক সভাপতি ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি অসাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ মহানগর, থানা ও ওয়ার্ডের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ