যুগপৎ আন্দোলন ও রাজনীতির স্বার্থেই জামায়াতের মতো ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জোট করা হয়েছে। কিন্তু বিএনপি মানেই জামায়াত নয়; জামায়াতের সঙ্গে বিএনপিকে ট্যাগ করার সুযোগ নেই, বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে প্রেসক্লাবে ‘নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন নয়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন কখনও সম্ভব নয়। দলের নেতাকর্মীরা জীবন দিতে ভয় পায় না। যুগপৎ আন্দোলন শুরু হয়েছে। সেই সঙ্গে জাতীয় ঐক্য গঠনের আলোচনাও শুরু হয়েছে।
বিএনপি শিগগিরই তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা ঘোষণা করবে বলে এ সময় উল্লেখ করেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি আরও বলেন, কোনো ষড়যন্ত্র, বাধায় মাথানত করবে না বিএনপি। যুগপৎ আন্দোলনের মাধ্যমেই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হবে।