বিএনপি-জামায়াতের অপতৎপরতার প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত অপতৎপরতা করছে বলে বিক্ষোভ পরবর্তী মিছিলে অভিযোগ করেন নেতারা।বুধবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টায় বংশাল থানা এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে পুরান ঢাকার বিভিন্ন এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি নর্থ সাউথ রোড, বংশাল, সুরিটোলা, তাঁতিবাজার ও নাজিরা বাজার এলাকা প্রদক্ষিণ করে।মিছিল পরবর্তী সমাবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে তা কঠোরভাবে প্রতিহতের ঘোষণা দেন উপস্থিত নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত রাষ্ট্রক্ষমতায় থাকার সময় ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত দেশে দুর্নীতি-লুটপাটের রাজত্ব তৈরি করেছিল। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবসময় প্রস্তুত আছি।বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ
আওয়ামী লীগের সাবেক নেতা ফজলুর রহমান, ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজি হাফিজ, ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান স্বপন, আওয়ামী লীগ নেতা মো. সাজেদ বেপারী প্রমুখ।