সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন

বিজেপি নেতার মরদেহ উদ্ধার দলীয় কার্যালয় থেকে

প্রতিনিধির / ১৬ বার
আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

নিখোঁজ থাকার ৪ দিন পর বিজেপি নেতার মরদেহ উদ্ধার কার্যালয় থেকে। মথুরাপুর জেলার সাংগঠনিক সোশ্যাল মিডিয়া সেলের কনভেনারের দায়িত্বে ছিলেন।

বিজেপির ওই নেতা ছিলেন পৃত্থিরাজ নস্কর। তিনি ৫ বছর আগেই বিজেপি তে যোগ দেন। পরিবার জানায় গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন। পুলিশ গত শুক্রবার কার্যালয় থেকে মরদেহ উদ্ধার করে। পশ্চিমবঙ্গ দক্ষিণ ২৪ পরগনা উস্তি থানার দ্বীপের মোর এলাকায় খুনের ঘটনা ঘটে।

পরিবার জানায় , পৃত্থিরাজের কাছে ৩টা ফোন থাকতো। রবিবার বাসায় ভাই ফোটার অনুষ্ঠানে বোনেদের কাছে ফোটা নেয়। তারপর বের হয়ে যায়। পরে খোঁজ পাওয়া যাই নি। ফোন কখনো চালু কখনো বন্ধ ছিলো।

বৃহস্পতিবার উস্তি থানাতে ডায়রি করে। শুক্রবার খবর পায় দলীয় কার্যালয়ে মরদেহ পরে আছে। পুলিশ তালা ভেঙে বডি উদ্ধার করে ময়নাতদন্তে নিয়ে যায়।

এ ঘটনায় বিজেপির অভ্যন্তরীণ কোন্দলের দিকে ইঙ্গিত করেছে তৃণমূল। এলাকার শাসকদলের যুবনেতা ইমরান হাসান বলেন, ‘লোকসভা নির্বাচনের সময়ে তাদের হাতে প্রচুর টাকা এসেছিল। তার ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে।

বিজেপি নেতা খুনের ঘটনায় এক নারীকে আটক করে পুলিশ। তারা জানায় ওই নারী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে পৃত্থিরাজকে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ