হারিকেনে বিপর্যস্ত কিউবায় এখনো স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মাত্র ১০ শতাংশ ঘরবাড়িতে পুনঃসংযোগ দেয়া গেছে।
দেশটির ২০ লাখ মানুষ এখনো রয়েছেন অন্ধকারে। পরিস্থিতি স্বাভাবিকে প্রাণপণ চেষ্টা করছে বিদ্যুৎ বিভাগ। গেলো মঙ্গলবার লাতিন দেশটিতে আঘাত হানে প্রলয়ঙ্করী হারিকেন ইয়ান। সেসময়, পাঁচ মাত্রার ছিলো ঘূর্ণিঝড়টি। প্রবল বৃষ্টিপাত-জলোচ্ছ্বাস-বন্যায় বিপাকে পরেন দেশটির এক কোটি ১০ লাখের মতো মানুষ। ব্ল্যাক আউট বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় গোটা কিউবা। দুর্যোগ সংশ্লিষ্ট বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩ জন। তাছাড়া ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করতে পারেনি কর্তৃপক্ষ। মোট ১৩টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে দ্বীপরাষ্ট্রটির। যার পাঁচটিই তুরস্ক থেকে ভাড়া করা ভাসমান কেন্দ্র।