বিপিসি’র ৪৭২ কোটি টাকার বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট
গত ৮ বছরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহযোগী প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির ৪৭২ কোটি টাকা আত্মসাৎ ও অনিয়মের ব্যাখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে এ বিষয়ে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশন, অডিটর জেনারেল ও বিপিসির চেয়ারম্যানকে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে।রোববার (৬ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আগামী ২০ নভেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এ সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।