মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন

বিরক্ত পূজা দিলেন মামলার হুমকি

প্রতিনিধির / ১৭৫ বার
আপডেট : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
বিরক্ত পূজা দিলেন মামলার হুমকি
বিরক্ত পূজা দিলেন মামলার হুমকি

চিত্রনায়িকা শবনম বুবলী সন্তান নিয়ে সামনে আসার পর সিনেপাড়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে যে এখন পূজা চেরির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন চিত্রনায়ক শাকিব খান। বেশ কয়েকদিন ধরে এমন গুঞ্জন চলার পর নীরবতা ভাঙলেন এই চিত্রনায়িকা। বিরক্তি প্রকাশ করে বললেন, আগামীতে এমন হলে আইনের আশ্রয় নেবেন তিনি। মঙ্গলবার বিকালে এক ফেসবুক পোস্টে এই হুমকি দেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা, যিনি গলুই সিনেমা করেছেন শাকিব খানের সঙ্গে। খবর বিডিনিউজের।
পোস্টে পূজা লেখেন, ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম সু-অভিনেত্রী হওয়ার। সেই স্বপ্ন পূরণে আমি একটু একটু এগিয়ে যাচ্ছি। অল্পদিনের ক্যারিয়ারে মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে, আপন করে নিয়েছে-এতে করে জীবনের শেষদিন পর্যন্ত এই কাজটাই করে যেতে চেয়েছি। চলার পথে ভালোর পাশাপাশি কিছু খারাপ মানুষ আমাকে বাধা দেয়ার চেষ্টা করছে। বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমার চলার পথ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এসবে পাত্তা না দিয়ে আমি সবসময় কাজে মনোযোগী হয়েছি। কিন্তু কদিন ধরে খেয়াল করছি, আরেকজনের ব্যক্তিগত জীবনে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যে গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে। ফেসবুকের ব্যক্তিগত আইডি-পেইজ থেকে পোস্ট কিংবা ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে আমাকে টানা হচ্ছে। শুরু থেকে বিষয়টিকে আমি এড়িয়ে গিয়েছি। আইনের আশ্রয় নেওয়ার হুমকি দিয়ে পোস্টে তিনি লেখেন, যারা আমাকে নিয়ে মিথ্যে গুঞ্জন ছড়াচ্ছেন তাদের কয়েকজন আবার দায়িত্বশীল পদে থেকেও এই কাজটি করছেন! কোনো রকম সত্যমিথ্যা যাচাই-বাছাই ছাড়াই এবং আমার স্টেটমেন্ট ছাড়া আমার নাম জড়িয়ে যদি আগামীতে মিথ্যে গুঞ্জন রটানো হয়, আমি স্পষ্ট করে জানাচ্ছি-দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিয়ে বাধ্য হব, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ