কাতার বিশ্বকাপের আগে আর্জেন্টিনা বলতে গেলে শক্তপোক্ত দলগুলোর একটিতেই পরিণত হয়েছে। এবারের আসরে শিরোপার দাবিদারও তারা। তবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি পাচ্ছেন একের পর এক দুঃসংবাদ। লিওনেল মেসির পর এবার ইনজুরিতে পড়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। যদিও মেসির ইনজুরি অতটা গুরুতর নয়।
গত বছর ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। ফাইনালে জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন ডি মারিয়া। সেই তারকারই বিশ্বকাপের আগে পড়লেন ইনজুরিতে। যদিও এখনো জানা যায়নি তার ইনজুরি গুরুতর কি না।
কাতার বিশ্বকাপ শুরু হবে ২০ নভেম্বর। আর আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু তার দুই দিনের মাথায়। এরই মধ্যে মারিয়ার ইনজুরি চিন্তার ভাঁজ ফেলতে পারে আর্জেন্টিনা কোচের কপালে। গ্রুপ পর্বে তারা খেলবে সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে।
চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার (১১ অক্টোবর) ম্যাকাবি হাইফার বিপক্ষে ম্যাচে ডান পায়ে চোট পান মারিয়া। ম্যাচের ২৪ মিনিটের সময় তাকে মাঠও ছাড়তে হয়। ডি মারিয়ার ইনজুরির ম্যাচে হারও বরণ করেছে তার দল য়্যুভেন্তাস। বলা যায়, দুঃসহ একটা ম্যাচ শেষ করল ইতালিয়ান জায়ান্টরা। ম্যাকাবি হাইফার বিপক্ষে তারা হেরেছে ২-০ গোলে। যার ফলে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় রয়েছে তারা। তবে শেষ ষোলোতে যাওয়ার সুযোগও রয়েছে, সে জন্য জয় পেতে হবে পরের দুই ম্যাচেই।
ম্যাকাবি হাইফার বিপক্ষে হারায় ৩ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের পয়েন্ট টেবিলের তিনে য়্যুভেস্তাস। ৩ পয়েন্ট আছে হাইফারও। শীর্ষে থাকা পিএসজির ও বেনফিকার পয়েন্ট ৭ করে। অর্থাৎ পরের দুই ম্যাচে বেনফিকা ও পিএসজিকে হারালে ৯ পয়েন্ট হবে তুরিনের বুড়িদের। শেষ ষোলোয় যাওয়ার জন্য তাদের সামনে শর্ত আছে আরও, পিএসজি ও বেনফিকার মধ্যে যে কোনো এক দলকে নিজেদের দুই ম্যাচেই হারতে হবে।