বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:০৫ অপরাহ্ন

বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায় নিলো ওয়েস্টইন্ডিজ

প্রতিনিধির / ২০৫ বার
আপডেট : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায় নিলো ওয়েস্টইন্ডিজ
বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায় নিলো ওয়েস্টইন্ডিজ

ক্যারিবীয়দের দেওয়া ১৪৭ রানের টার্গেটে খেলতে নেমে ১৫ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় আইরিশরা। অঘটন দিয়েই পর্দা উঠেছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের। শুরুতেই ‘পুঁচকে’ নামিবিয়া হারিয়ে দেয় এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলংকাকে।দ্বিতীয় দিনেও অঘটন! দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারায় স্কটল্যান্ড।

আয়ারল্যান্ডের সঙ্গে অবিশ্বাস্যভাবে হেরে বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্টইন্ডিজ। এবারের বিশ্বকাপের মূলপর্বে যাওয়ার আগেই এমন অঘটনের শিকার হলো গেইল শিষ্যরা।৯উইকেটের বিশাল ব্যবধানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ।

আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকেই বিদায়ঘণ্টা বেজে গেল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

জিতলে সুপার টুয়েলভ, হারলে বিদায়, এমন এক সমীকরণ সামনে রেখে আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় উইন্ডিজ ও আয়ারল্যান্ড।আইরিশ বোলারদের তোপে ব্যাট করতে নেমে উইন্ডিজ তুলে পেরেছে মোটে ১৪৬ রান।১৪৭ রানের সাধারণ লক্ষ্য তাড়ায় ওপেনিং জুটিতে ৭৩ রান তুলেআয়ারল্যান্ড। পাওয়ার প্লেতেই এসেছে অবিচ্ছিন্ন ৬৪ রান।

৮ম ওভারের ৩য় বলে ওপেনার বালবিরনিকে আউট করে জুটি ভাঙেন আকিল হোসেন। পয়েন্টে কাইল মায়ার্সের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে বালবিরনির ব্যাট ছুঁয়ে আসে বলে ৩৭ রান।এরপর লরকান টাকারকে সঙ্গী করে ১১তম ওভারে দলীয় সংগ্রহ একশ ছাড়িয়ে যান ওপেনার পল স্টার্লিং। ১২তম ওভারে স্মিথের বলে কট এন্ড বোল্ড হলেও নো বলের কল্যাণে জীবন পান টাকার। এ সময় ১৭ রানে ব্যাট করছিলেন তিনি।

ওই ওভারেই বাউন্ডারি হাঁকিয়ে ৪৯ বলে ফিফটি পূরণ করেন স্টার্লিং।টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই হাত খুলে খেলতে পারেনি ক্যারিবীয় ব্যাটাররা।

২৭ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে বসে তারা। কাইল মায়ার্স ১ আর জনসন চার্লস ১৮ বলে ২৪ করে ফেরেন সাজঘরে। এরপর উইকেট ধরে রাখখে ১৮ বলে ১৩ রানের ধীরগতির ইনিংস খেলেন এভিন লুইস।

অধিনায়ক নিকোলাস পুরান এবারও ব্যর্থ। ১১ বল ১৩ রান করে হন আউট তিনি। এরপর রভম্যান পাওয়েলও ৮ বলে মাত্র ৬ করে ফিরলে ১১২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ক্যারিবীয়রা।তবে একটা প্রান্ত ধরে লড়াই চালিয়ে যার ব্রান্ডন কিং। ৪৮ বলে ৬ চার আর ১ ছক্কায় ৬২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ১২ বলে হার না মানা ১৯ করেন ওডিয়েন স্মিথ।

আইরিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল গ্যারেথ ডেলানি। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে তিনি নেন ৩টি উইকেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ