শিরোনাম:
নিখোঁজের তিনদিন পর দুই শিশুর মরদেহ উদ্ধার মাদারীপুরে ডক্টর ইউনুস এর ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র চলছে যেখানে বড়সড় ভূমিকায় কাজ করছে ভারতীয় মিডিয়া সাজেকে পর্যটকদের রাত কেটেছে ক্লাবঘর আর মসজিদে পঞ্চম দফায় মুক্তি পেয়েছে আরও ১৮৩ ফিলিস্তিনি সুনামগঞ্জে বাস সিএনজি সংঘর্ষে ২ জনের মৃত্যু নরসিংদীতে হামলা ভাঙচুর বাধা দেওয়ায় এক নারীকে গুলি করে হত্যা সাবেক মন্ত্রীর বাসায় ভাঙচুর লুটপাট ঠেকাতে গিয়ে হামলার শিকার বৈষম্যবিরোধীর নেতাকর্মীরা আইসিসির উপর নিষেধাজ্ঞা জারি করলেন ট্রাম্প গাজা কে ইসরাইল ওই আমাদের হাতে তুলে দেবে এমন মন্তব্য করেছে ডোনাল্ড ট্রাম্প দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে নেয়া হবে কঠোর ব্যবস্থা
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন

বিশ্বকাপের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড

প্রতিনিধির / ২৩২ বার
আপডেট : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
বিশ্বকাপের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড
বিশ্বকাপের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচে আজ মুখোমুখি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও সহযোগী দেশ স্কটল্যান্ড। সোমবার (১৭ অক্টোবর) হোবার্টে খেলাটি শুরু হয় বাংলাদেশ সময় সকাল ১০টায়।ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে এখন পর্যন্ত মুখোমুখি হয়নি এ দুই দল। অথচ ২০ ওভারের ক্রিকেটের বয়স হয়ে গেছে ১৭ বছর। এমনকি এই সংস্করণের সাতটি বিশ্বকাপও এরই মধ্যে গত হয়েছে। তাই দুই দল একে অপরের কাছে সম্পূর্ণ অচেনা।

তাইতো টস জিতে আগে বোলিং নিয়েও তেমন সুবিধা করতে পারেনি উইন্ডিজ। আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনাই করেছে অচেনা দলটি। ক্যারিবীয় বোলারদের বেধড়ক পিটিয়ে পাঁচ ওভারেই দলীয় পঞ্চাশ ছুঁয়েছে স্কটিশরা। তবে পাওয়ার প্লে শেষ হবার আগেই বৃষ্টি বাঁধার মুখে পড়ে স্কটল্যান্ড।তার আগে খেলা হওয়া পাঁচ ওভার তিন বলেই দলীয় অর্ধশতক পার করেছে বেরিংটনের দল। বিনা উইকেটে তাদের সংগ্রহ ৫২ রান। ওপেনার মিখায়েল জোনস ১৯ রানে এবং তার সঙ্গী জর্জ মুনসে অপরাজিত আছেন ১৯ বলে ২৯ রানে। প্রথম জন ৩টি চার মারলেও দ্বিতীয়জন হাঁকিয়েছেন ৬টি

এর আগে টস জিতে স্কটল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান।টস জিতে পুরান বলেন, ‘আমরা বোলিং করব। উইকেটটা নতুন, আর তাই আমাদের এর আচরণ আগে দেখতে হবে। আমরা বেশ উজ্জীবিত।’

স্কটল্যান্ড অধিনায়ক রিচি বেরিংটনও জানালেন, টস জিতলে তিনিও ফিল্ডিংই বেছে নিতেন। বললেন, ‘উইকেটে আদ্রতা আছে, টস জিতলে আমিও ফিল্ডিংই বেছে নিতাম। এখানে দ্রুত রান উঠবে, আশা করি আমরা একটা ভালো শুরু পাব। গেল আসরে ভালো শিক্ষা পেয়েছি আমরা। চলতি বছর ওয়ানডেতে আমাদের ভালো সময় কেটেছে, আশা করি তার আত্মবিশ্বাস এখানে কাজে লাগাতে পারব আমরা।’

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
কাইল মায়ার্স, এভিন লুইস, ব্রেন্ডন কিং, শামার ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক/উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, ওডেন স্মিথ, আকিল হোসেইন, আলজারি জোসেফ ও ওবেদ ম্যাকয়।

স্কটল্যান্ড একাদশ:
জর্জ মুনসে, মিখায়েল জোন্স, ম্যাথিউ ক্রস (উইকেটরক্ষক), রিচি বেরিংটন (অধিনায়ক), ক্যালাম ম্যাকলিওড, ক্রিস গ্রিভস, মাইকেল লিস্ক, মার্ক ওয়াট, জশ ডেভি, সাফইয়ান শরিফ ও ব্র্যাড হুইল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ