সম্প্রতি বিশ্বের প্রথম ১৬ ইঞ্চি গেমিং ল্যাপটপ বাজারজাত করার ঘোষণা দিয়েছে টগি সার্ভিসেস লিমিটেড। বিশ্বখ্যাত ল্যাপটপ প্রস্ততকারী প্রতিষ্ঠান– লেনোভোর তৈরি করা Legion 7 সিরিজের এই ল্যাপটপটিতে রয়েছে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা।গেমারদের জন্য বিশেষভাবে তৈরি করা এই ল্যাপটপটিতে আছে ১৬৫Hz রিফ্রেশ রেট, ১৬ জিবি র্যাম, NVDIA GeForce RTX 3080 ১৬ জিবি গ্র্যাফিক্স কার্ড, ১ টেরাবাইট স্টোরেজসহ বিভিন্ন আকর্ষণীয় ফিচার।
টগি সার্ভিসেস লিমিটেডের হেড অব অপারেশন মোহাম্মদ উজ্জ্বল মোল্লা এ প্রসঙ্গে বলেন, টগি সার্ভিসেস সব সময় বিশ্বসেরা ব্র্যান্ডগুলোকে বাংলাদেশে নিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় লেনোভোর এই পণ্যটি আমরা বাংলাদেশে বাজারজাত করছি, যা গেমিংয়ের অভিজ্ঞতাই বদলে দেবে। প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন প্রোডাক্ট বাংলাদেশে আনার জন্য আমরা কাজ করে যাচ্ছি।AMD প্রসেসরসহ এই লেনোভো ল্যাপটপটি এখন বাংলাদেশের বিভিন্ন খ্যাতনামা কম্পিউটার বিক্রেতাদের কাছে পাওয়া যাচ্ছে।