নারী এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন হয়েও নিজ মাঠে সেমিফাইনালে উঠতে ব্যর্থ বাংলাদেশ। শিরোপা ধরে রাখার অভিযান থমকে গেল প্রথম পর্বেই। শেষ চারে উঠতে হলে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে জয়ের বিকল্প ছিল না। কিন্তু টানা বৃষ্টিতে ম্যাচ গেল ভেস্তে। সিলেটে মঙ্গলবার সকালে বৃষ্টিতে টসই হতে পারেনি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের এই ম্যাচে।
সিলেটে বৃষ্টির কারণে বাংলাদেশ-আরব আমিরাতের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে শেষ চারে উঠেছে থাইল্যান্ড। মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৪৪ মিলিমিটার বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ে।
ফলে খেলা শুরু করার শেষ সময় সকাল ১১টা ২৭ মিনিট হলেও ১১টার আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
৬ ম্যাচে স্রেফ দুইটি জয় আর তিন পরাজয়ের সঙ্গে পরিত্যক্ত এই ম্যাচ মিলিয়ে মাত্র ৫ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ।
বাংলাদেশের বিষাদের দিনেই নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা দিনটি উপহার পেল থাইল্যান্ড। মেয়েদের ক্রিকেটে ক্রমশ উন্নতি করতে থাকা দলটি প্রথমবারের মতো পা রাখল এত বড় আসরের সেমি-ফাইনালে।
শক্তি ও সামর্থ্যের যে বাস্তবতা, তাতে বাংলাদেশের কাছে পাত্তাই পাওয়ার কথা নয় আরব আমিরাতের মেয়েদের। সেদিক থেকে নিজেদের কিছুটা দুর্ভাগা ভাবতেই পারেন নিগার-রুমানা-সালমারা।
তবে টুর্নামেন্টে পেছন ফিরে তাকালে, মূল দায় তাদেরই। ভাগ্য ছিল তাদের হাতেই। কিন্তু সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে অবিশ্বাস্য এক পরাজয়ে তারা বিপদ ডেকে আনেন নিজেদের।
২০১৮ সালের এশিয়া কাপে মালেয়েশিয়ায় পরাক্রমশালী ভারতকে দুই দফায় হারিয়ে চমকপ্রদ পারফরম্যান্সে শিরোপা জিতেছিল বাংলাদেশ। কিন্তু এবার ঘরের মাঠে সেই পারফরম্যান্সের ছিটেফোটা দেখা যায়নি।
থাইল্যান্ডকে হারিয়ে আসর শুরু করলেও পাকিস্তান ও ভারতের কাছে বাজেভাবে হেরে যায় নিগারের দল। পরে শ্রীলঙ্কার সঙ্গে দারুণ বোলিং আর বৃষ্টি মিলিয়ে সমীকরণ দাঁড়ায় ৭ ওভারে স্রেফ ৪১ রানের। কিন্তু সহজ সেই রান তাড়ায় মুখ থুবড়ে পড়ে ব্যাটিং। ৩ রানের অভাবনীয় হারে ঝুলতে থাকে ভাগ্য। এবার বৃষ্টিতে ভেসে গেল শেষ সম্ভাবনাটুকুও।
আগেই শেষ চার নিশ্চিত করে ফেলা ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গী হলো থাইল্যান্ড। বাংলাদেশের কাছে হেরে গেলেও থাই মেয়েরা পরে চমক দেখায় পাকিস্তানকে হারিয়ে।
মূলত শ্রীলঙ্কার কাছে ৩ রানের হারে এমন অবস্থায় পড়লো নিগার সুলতানার দল। ৫ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে থেকে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ।