শিরোনাম:
নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় ২০০ এর বেশি মানুষের প্রাণহানি চুয়াডাঙ্গায় মাদক মামলার আসামীর কারাগারে অস্বাভাবিক মৃত্যু বগুড়ায় রাস্তার পাশে পড়েছিল এক যুবকের মরদেহ চাঁদপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই পরিবহন বাসকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত জার্মানির হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু পঞ্চগড়ে কবর খুঁড়ে পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে ঝিনাইদহে বড় ভাইকে হত্যার দায়ে অপর দুই ভাইয়ের যাবজ্জীবন সেন্ট মার্টিনে নৌবাহিনী ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান ডিসেম্বরের পরে নির্বাচন পেছালে সরকারকে তার কারণ ব্যাখ্যা করতে হবে বলে জানিয়েছে জুনায়েদ সাকি সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র আপাতত বন্ধ ঘোষণা করেছে উপজেলা কর্মকর্তা
শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন

বেনাপোল সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ দুই সহদর আটক

প্রতিনিধির / ৩০১ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
বেনাপোল সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ দুই সহদর আটক
বেনাপোল সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ দুই সহদর আটক

বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে এক কেজি ২০০গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ মিলন হোসেন ও হিরন মিয়া নামে দুই সহদরকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে বেনাপোল কাস্টমস হাউজের বিপরীতে বাঁশকল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃতদের তল্লাশি করে পরনের প্যান্টের বেল্ট থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করে বিজিবি। আটক মিলন ও হিরন চুয়াডাঙ্গার মুনিসপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাহেদ মিনহাজ্ব সিদ্দিকী জানান, ভারতে স্বর্ণের চালান পাচার হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বিজিবি। বেনাপোল বাঁশকল এলাকা থেকে অভিযান চালিয়ে সন্দেহভাজন মিলন ও হিরনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০টি স্বর্ণের বার। যার বাজার মূল্য আনুমানিক এক কোটি ৮ লাখ টাকা বলে জানায় বিজিবি।

এছাড়ায় আটককৃতদের মলদ্বারে স্বর্ণের চালান আছে সন্দেহে তাদেরকে পরীক্ষার জন্য নাভারন হাসপাতালে নেওয়া হয়েছে। জব্দকৃত স্বর্ণ ও পাচারকারীদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানায় বিজিবি। এ নিয়ে গত ১০ দিনের ব্যাবধানে ৫৩টি স্বর্ণের বার জব্দ করল বিজিবি। গত ১৪ অক্টোবর ৪৩ টি স্বর্ণ বার আটক করে বিজিবি। একের পর এক স্বর্ণের চালান আটক করা হলেও থেমে নেই সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ