শিরোনাম:
গাজায় বিদেশি কর্মী কমানোর সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ ভিজিএফ এর স্লিপ চাওয়ায় কুড়িগ্রামে এক বৃদ্ধাকে ইউপি সদস্যের মারধর তামিম ইকবালের সুস্থতা কামনায় যুবরাজ সিং, মালিঙ্গা, হার্শা ভোগলে সহ সবার প্রার্থনা গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতিসহ ৬ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মারধরের অভিযোগে নিজ এলাকায় হান্নান মাসুদের উপর হামলা আপিল বিভাগে নিয়োগ পেয়েছেন দুই বিচারপতি পাবনায় শিশু ধর্ষণের অভিযোগে একজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত ১০ লাখ ই রিটার্ন দখলকারীদের করযোগ্য আয় নেই বাগাতিপাড়ায় বিলুপ্ত প্রজাতির বনবিড়ালের বাচ্চা উদ্ধার কিশোরগঞ্জের সাবেক এমপি আফজাল গ্রেফতার
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০২:৪২ অপরাহ্ন

বেশি হাঁটলে পায়ে ব্যথা,নিরাময়ে কী করবেন

প্রতিনিধির / ২৮৭ বার
আপডেট : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
বেশি হাঁটলে পায়ে ব্যথা,নিরাময়ে কী করবেন
বেশি হাঁটলে পায়ে ব্যথা,নিরাময়ে কী করবেন

অনেকেই গোড়ালিতে খুব চাপ দিয়ে হাঁটেন। তখন গোড়ালি নিয়ে সমস্যায় পড়তে হয়। অনেকের এমনি এমনিও গোড়ালিতে ব্যথা হয়। আবার কিছু ক্ষেত্রে আর্থ্রাইটিসের ব্যথা গোড়ালিতে এসে পড়ে।

গোড়ালির ব্যথা কমাতে ঘরোয়া কিছু সমাধান অনুসরণ করতে পারেন।বেশি হাঁটলে পায়ে ব্যথা হতেই পারে। তবে কিছু কিছু মানুষের আবার অল্প হাঁটলেই গোড়ালিতে খুব ব্যথা হয়। এই পরিস্থিতিতে সতর্ক হওয়া জরুরি। কারণ গোড়ালিতে ব্যথার অনেক কারণ থাকে।

যেমন-

ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল: ল্যাভেন্ডার তেল নিয়ে তার সঙ্গে নারকেল বা অলিভ তেল মিশিয়ে নিন। এরপর সেই তেল মালিশ করুন গোড়ালিতে। দেখবেন সমস্যা কমেছে দ্রুত গতিতে।

নিজের জুতার দিকে নজর দিন: শক্ত জুতো পরার জন্য অনেকের গোড়ালি ব্যথা হয়ে থাকে। সেক্ষেত্রে জুতা বদলে নিতে পারলেই অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে একটু নরম ধরনের জুতা ব্যবহার করুন।

গরম তেল দিয়ে মালিশ : সরষের তেলের ব্যথানাশক ক্ষমতা রয়েছে। তাই চাইলেই গরম তেল দিয়ে মালিশ করতেই পারেন ব্যথার জায়গা। এক্ষেত্রে তেল গরম করে তা ঈষদুষ্ণ অবস্থায় আসলে মালিশ করতে পারেন।

বরফ ব্যবহার : ব্যথার জায়গায় বরফ লাগাতে পারেন। এতে ব্যথা কিছুটা কমতে পারে।

মনে রাখবেন, ঘরোয়া সমাধান তাৎক্ষণিক আরাম দেয়। তবে ব্যথা না কমলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ