শিরোনাম:
নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় ২০০ এর বেশি মানুষের প্রাণহানি চুয়াডাঙ্গায় মাদক মামলার আসামীর কারাগারে অস্বাভাবিক মৃত্যু বগুড়ায় রাস্তার পাশে পড়েছিল এক যুবকের মরদেহ চাঁদপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই পরিবহন বাসকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত জার্মানির হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু পঞ্চগড়ে কবর খুঁড়ে পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে ঝিনাইদহে বড় ভাইকে হত্যার দায়ে অপর দুই ভাইয়ের যাবজ্জীবন সেন্ট মার্টিনে নৌবাহিনী ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান ডিসেম্বরের পরে নির্বাচন পেছালে সরকারকে তার কারণ ব্যাখ্যা করতে হবে বলে জানিয়েছে জুনায়েদ সাকি সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র আপাতত বন্ধ ঘোষণা করেছে উপজেলা কর্মকর্তা
বুধবার, ১১ জুন ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন

ভর্তি পরীক্ষায় ফেল করেও ভর্তির সুযোগ পাচ্ছেন ৬০ শিক্ষার্থী

প্রতিনিধির / ৩১৬ বার
আপডেট : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
ভর্তি পরীক্ষায় ফেল করেও ভর্তির সুযোগ পাচ্ছেন ৬০ শিক্ষার্থী
ভর্তি পরীক্ষায় ফেল করেও ভর্তির সুযোগ পাচ্ছেন ৬০ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর (২০২১-২২ সেশন) রাবিতে কোটাসহ চার হাজার ৬৪১টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন দেড় লাখের বেশি শিক্ষার্থী। ১০০ নম্বরের পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০। প্রতি বছর পোষ্য কোটায় মূল আসনের ৫ শতাংশ শিক্ষার্থী পাস নম্বর পেলেই ভর্তির সুযোগ পেতেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের বিশেষ বিবেচনায় এ সুযোগ দেয়া হতো। কিন্তু এবার সিদ্ধান্ত পাল্টানো হলো।শিক্ষার্থীদের অভিযোগ, কোটার আওতায় থাকা শিক্ষার্থীরা এমনিতেই নানাবিধ সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। এরপর পাস নম্বর কমানোর কোনো বৈধতা থাকতে পারে না।

ভর্তি পরীক্ষায় ফেল করেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ওয়ার্ড কোটায় ভর্তির সুযোগ পাচ্ছেন ৬০ শিক্ষার্থী। এরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তান হিসেবে পোষ্য কোটায় এ সুযোগ পাচ্ছেন। এর আগে অবশ্য এ কোটায় ভর্তির জন্য পূর্বনির্ধারিত ন্যূনতম পাস নম্বর ৪০ থেকে কমিয়ে ৩০ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা উপকমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩০ নম্বর পাওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানরা ওয়ার্ড কোটায় ভর্তি হতে পারবেন। মোট আসনের ৫ শতাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের সন্তানদের জন্য সংরক্ষিত বলেও জানান তিনি।

এর আগে ২৪ অক্টোবর উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে ভর্তি উপকমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় পোষ্য কোটায় ভর্তির ক্ষেত্রে ন্যূনতম পাস নম্বর ৪০ থেকে কমিয়ে ৩০ করার প্রস্তাব দেয়া হয়। ‘সি’ ইউনিটে আবশ্যিকে ২৫ ও ঐচ্ছিকে ১০ নম্বর পাওয়ার শর্ত পূরণ করতে পারেননি পোষ্য কোটায় এমন শিক্ষার্থীদেরও ভর্তির সুযোগ দেয়ার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু বেশির ভাগ সদস্য সম্মত না হওয়ায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ