নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ঢাকায় পৌঁছেছেন। তিনি বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার বিক্রম দোরাইসামির স্থলাভিষিক্ত হবেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে নিজের নিযুক্তিপত্র হস্তান্তরের মাধ্যমে তিনি রাষ্ট্রদূত হিসেবে প্রত্যক্ষভাবে সক্রিয় হবেন।
চলতি বছরের ২৯ জুলাই প্রণয়কে ঢাকায় নিয়োগের কথা জানায় দিল্লির পররাষ্ট্র দপ্তর। এর আগে তিনি ভিয়েতনামে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।তারও আগে প্রণয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক হিসেবে কাজ করেছেন। ভারতের পরমাণু কূটনীতিক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।