মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন

মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১১

প্রতিনিধির / ১৬৪ বার
আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১১
মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১১

মাদারীপুর পৌর এলাকায় গাছ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধারের পরে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে পৌর শহরের মধ্য খাগদী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতালে সূত্রে জানা যায়, পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নারায়ন বালা বসবাড়ির পাশের একটি চাম্বুল গাছ কাটতে গেলে বাঁধা দেন পানু দাস ও তার ছেলেরা। উভয় পক্ষ কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পারে। এতে ১১ জন আহত হন। আহতদের মধ্যে ৯ জনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত নারায়ন বালা বলেন, ‘আমার কেনা গাছ আমি কাটতে গেলে হঠাৎ করে পানু দাস ও তার ছেলেরা আমার ও আমার স্ত্রী উপর হামলা করে। আমি এ ঘটনার বিচার চাই।’

পানু দাসের ছেলে তপন দাস বলেন, ‘আমরা কোনো হামলা করিনি। ওরাই আমাদের উপরে প্রথম হামলা করে। এতে বাবাসহ আমরা চার ভাই আহত হয়েছি।’

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘সংঘর্ষের ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। থানায় অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ