মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন

মাদারীপুরে পদ্মা ও চরাঞ্চলে অভিযানে ৩ মণ ইলিশ জব্দ, আটক ১

প্রতিনিধির / ২২২ বার
আপডেট : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
মাদারীপুরে পদ্মা ও চরাঞ্চলে অভিযানে ৩ মণ ইলিশ জব্দ, আটক ১
মাদারীপুরে পদ্মা ও চরাঞ্চলে অভিযানে ৩ মণ ইলিশ জব্দ, আটক ১

মাদারীপুরে পদ্মা নদীতে ও চরাঞ্চলের দুটি বাজারে অভিযান চালিয়ে প্রায় তিন মণ মা ইলিশ জব্দ ও এক জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাত পর্যন্ত মা ইলিশ রক্ষায় শিবচরের পদ্মা নদী ও চরাঞ্চলে জনপ্রতিনিধিদের নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এ অভিযান চালায়।

পুলিশ জানায়, অভিযানে প্রত্যন্ত চরাঞ্চলের কাশবনের মাঝে গড়ে ওঠা দুটি ইলিশ বিক্রির বাজার ধ্বংস করা হয়। দুটি বাজারে প্রায় ২৫টি অস্থায়ী স্থাপনা (দোকান ও বসতের স্থান) উচ্ছেদ করা হয়েছে। স্থাপনাগুলো থেকে প্রায় তিন মণ মা ইলিশ উদ্ধার করা হয় ও এক জেলেকে আটক করা হয়।

অভিযানে প্রায় এক লাখ মিটার অবৈধ জাল ধ্বংস ও পাঁচটি মাছ ধরার নৌকা আটক করা হয়েছে।

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘তিন শিফ্টে ভাগ করে পদ্মা নদীতে অভিযান চলছে। ধারাবাহিকভাবে অভিযান আরও বাড়বে।’

অভিযানে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মো. মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ