মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৯ অপরাহ্ন

মেঘনা নদীতে দেড় লাখ মিটার জাল জব্দ করেছে, ভ্রাম্যমাণ আদালত

প্রতিনিধির / ১৬৭ বার
আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
মেঘনা নদীতে দেড় লাখ মিটার জাল জব্দ করেছে, ভ্রাম্যমাণ আদালত
মেঘনা নদীতে দেড় লাখ মিটার জাল জব্দ করেছে, ভ্রাম্যমাণ আদালত

মেঘনা নদীতে মাছ ধরার উদ্দেশ্যে কয়েকজন জেলে জাল ফেলেছে এমন সংবাদের ভিত্তিতে চরএলাহি-মুছাপুর ও উড়িরচর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে মেঘনা নদী থেকে দেড় লাখ মিটার জাল জব্দ করা হয়। রাতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।

গতকাল শনিবার বিকেলে থেকে রাত পর্যন্ত চরএলাহি-মুছাপুর ইউনিয়ন ও উড়িরচর এলাকার মেঘনা নদীতে এ অভিযান পরিচালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া।অভিযানে অংশগ্রহণ করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, কোস্টগার্ড ও কোম্পানীগঞ্জ থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণ অভিযান ও ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশের বংশ বৃদ্ধিতে সহায়তার লক্ষে সরকার ঘোষণা অনুযায়ি গত ৭ অক্টোবর বৃহস্পতিবার মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ নিষেধাজ্ঞা চলবে আগামি ২৮ অক্টোবর পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ