রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫১ অপরাহ্ন

মোহাম্মদপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রতিনিধির / ১৬১ বার
আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
মোহাম্মদপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
মোহাম্মদপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। নিহতরা হলেন, নোমান (৩২) ও শামীমা (২৪)।

রোববার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মুজিব পাটোয়ারী। তিনি বলেন, আমরা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এসে দেখি নোমান ফ্যানের সঙ্গে ঝুলছে এবং শামিমা বিছানার ওপর মৃত অবস্থায় পড়ে আছে। নোমান সৌদি আরব প্রবাসী।

তিনি আরও বলেন, এক বছর আগে নোমান প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করেন। পারিবারিকভাবে সেটা মেনে নেয়নি। সে কারণে তারা আত্মহত্যা করে থাকতে পারে। তাদের বাড়ি ভোলার নানমোহন থানা এলাকায়। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ