ফিলিস্তিনের পক্ষে যেসব প্রবাসী ও বিদেশী শিক্ষার্থী বিক্ষোভ সমাবেশ করেছিল তাদের নিজ দেশে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার এ সংক্রান্ত একটি নির্ভয় হাতে স্বাক্ষর করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি ফ্যাক্ট সিটে প্রবাসী ও বিদেশী শিক্ষার্থীদের উদ্দেশ্যেট্রাম্প বলেন আপনারা যারা জেহাদ পন্থী আন্দোলনের যোগ দিয়েছিলেন আমরা আপনাদের নজরদারিতে রেখেছি। আপনাদের খুঁজে বের করা হবে এবং নিজ দেশে পাঠানো হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে হামাসের প্রতি সহানুভূতি দেখানো সব বিদেশি শিক্ষার্থীর ভিসা দ্রুততম সময়ের মধ্যে বাতিল করা হবে।
আরো বলা হয় ক্যাম্পাসে হামাসের প্রতি সহানুভূতি দেখানো সব বিদেশি শিক্ষার্থীদের ভিসা দ্রুত সময়ের মধ্যে বাতিল করা হবে। ক্যাম্পাস গুলোর আন্দোলন উগ্রবাদীদের দ্বারা জর্জরিত হয়ে পড়েছিল। ট্রাম্প এমন দাবি করলেও গত মে মাসে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ও কলেজের ক্যাম্পাসে যেসব ফিলিস্তিনি পন্থী আন্দোলন হয়েছে তা ৯৭% শান্তিপূর্ণ ছিল।
গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের বিপক্ষে অবস্থান নিয়ে গত বছর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে আন্দোলন হয়। শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ, কম-বেশি সবাই গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়েছিলেন। বিশেষ করে মার্কিন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে বড় ধরনের বিক্ষোভ হয়।