রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন

রাশিয়াকে কড়া হুঁশিয়ারি বার্তা ব্রিটেনের

প্রতিনিধির / ১৬৩ বার
আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
রাশিয়াকে কড়া হুঁশিয়ারি বার্তা ব্রিটেনের
রাশিয়াকে কড়া হুঁশিয়ারি বার্তা ব্রিটেনের

সোমবার সকালে ইউক্রেনজুড়ে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাশিয়া থেকে ৫০টি বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।কিয়েভের কর্মকর্তারা বলেছেন, ৭টি অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৫০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত।

রাশিয়াকে কড়া হুঁশিয়ার বার্তা দিয়ে ব্রিটেন বলেছে, ইউক্রেনে রাশিয়া যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী আইনপ্রণেতাদের বলেন, কোনো দেশই পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বলছে না। এ ছাড়া কোনো দেশ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা রাশিয়াকে হুমকি দিচ্ছে না।

তিনি আরও বলেছেন, তার স্পষ্ট জেনে রাখা উচিত যুক্তরাজ্য এবং আমাদের মিত্রদের জন্য, পারমাণবিক অস্ত্রের যেকোনো ব্যবহারই সংঘাতের প্রকৃতি পরিবর্তন করবে। রাশিয়ার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ