শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মির্জাপুর ইউনিয়নের বিকেবাড়ি সিকদার মার্কেটের রাস্তার পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাবিনা কুড়িগ্রামের উলিপুর থানার দারারপাড় গ্রামের আয়নাল হকের মেয়ে।
স্থানীয় গ্রাম পুলিশ রেজাউল ইসলাম লাশ শনাক্ত করে জানান, লাশটি তার মেয়ের জামাই জসীমের বোন।
জয়দেবপুর থানার ওসি মো. মাহাতাব উদ্দিন জানান, সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকেবাড়ি সিকদার মার্কেটের রাস্তার পাশে রাতের আঁধারে কে বা কারা একটি ওয়ারড্রব ফেলে রেখে যায়। পরে সেটি দেখে সন্দেহ হলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। জয়দেবপুর থানা পুলিশ গিয়ে এলাকাবাসীর উপস্থিতিতে ওয়ারড্রবটি খুলে অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, ওয়ারড্রবের ভেতর গামছায় হাত-পা বাঁধা অবস্থায় সাবিনার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।জসীম জানান, তার বোন সাবিনা নাওজোড় এলাকায় ভাড়া বাসায় একা থেকে একটি কারখানায় চাকরি করতেন। কে বা কারা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটাতে পারে, সে ব্যাপারে কিছুই জানাতে পারেননি তিনি।