ইংল্যান্ডের বিপক্ষে দারুণ ছন্দ দেখিয়ে চলেছেন পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান। দু’দলের মধ্যে ৭ ম্যাচ সিরিজের ৫ টি-টোয়েন্টি খেলা শেষ। যার ৪টিতেই ফিফটি হাঁকিয়েছেন রিজওয়ান। সেঞ্চুরির দোরগোড়ায় ছিলেন দুই ম্যাচে। সবশেষ ম্যাচেও ফিফটি হাঁকিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। আর তাতে অনন্য এক কীর্তি গড়েছেন রিজওয়ান।
বুধবার লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে ৬৩ রান করেন রিজওয়ান। ৪৬ বলের ইনিংসটি ২ চার ও ৩ ছক্কার মারে সাজান তিনি। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৬৮ রান করেন রিজওয়ান। দ্বিতীয় ম্যাচে পাক ওপেনারের সংগ্রহ ৮৮ রান। তৃতীয় ম্যাচে ৮ রানে আউট হলেও চতুর্থ ম্যাচে ছন্দে ফেরেন রিজওয়ান।
ইংল্যান্ডের বিপক্ষে দারুণ ছন্দ দেখিয়ে চলেছেন পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান। দু’দলের মধ্যে ৭ ম্যাচ সিরিজের ৫ টি-টোয়েন্টি খেলা শেষ। যার ৪টিতেই ফিফটি হাঁকিয়েছেন রিজওয়ান। সেঞ্চুরির দোরগোড়ায় ছিলেন দুই ম্যাচে। সবশেষ ম্যাচেও ফিফটি হাঁকিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। আর তাতে অনন্য এক কীর্তি গড়েছেন রিজওয়ান।
বুধবার লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে ৬৩ রান করেন রিজওয়ান। ৪৬ বলের ইনিংসটি ২ চার ও ৩ ছক্কার মারে সাজান তিনি। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৬৮ রান করেন রিজওয়ান। দ্বিতীয় ম্যাচে পাক ওপেনারের সংগ্রহ ৮৮ রান। তৃতীয় ম্যাচে ৮ রানে আউট হলেও চতুর্থ ম্যাচে ছন্দে ফেরেন রিজওয়ান।