ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। খবর গার্ডিয়ানের।
রোববার (৯ অক্টোবর) শহরের ভারপ্রাপ্ত মেয়র আনাতোলি কুর্তেভ এ তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে প্রেসিডেন্ট জেলেনস্কির সিনিয়র উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো বলেছেন, প্রাথমিকভাবে জানা গেছে, একটি আবাসনে হামলার পর ১৭ জন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে।
ইউক্রেন জানিয়েছে, জাপোরিঝিয়ায় মোট ৭টি ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশ সেনারা। এর মধ্যে তিনটি ক্ষেপণাস্ত্র শহরের কেন্দ্রে আঘাত হেনেছে।