রৌমারীতে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কুড়িগ্রামের রৌমারীতে ২ হাজার ১০পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ শাহ আলম(৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার পূর্ব নটানপাড়া গ্রামের মৃত তয়েজ উদ্দিনের পুত্র।
জানা গেছে, বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকারের নেতৃত্বে উপজেলার পূর্ব নটানপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী মোঃ শাহ আলমের বতসবাড়ীতে ঘরের ভিতর থাকা ট্রাংকে তল্লাশী চালিয়ে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, জেলাজুড়ে অভিযান চলমান রয়েছে। মাদক নির্মুলসহ যেকোন অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে জেলা পুলিশ।