রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৭ অপরাহ্ন

লভিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা : নিহত ৬

প্রতিনিধির / ২২৫ বার
আপডেট : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
লভিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা : নিহত ৬
লভিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা : নিহত ৬

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছে। একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এই প্রাণহানি হয়। স্থানীয় মেয়রের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার (৬ জুলাই) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মেয়র আন্দ্রি সাদোভি বলেছেন, এতে আরো আটজন আহত হয়েছেন।এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। আশংকা করা হচ্ছে, ধ্বংসাবশেষের নিচে আরো অনেকে আটকা পড়ে আছে।মেয়র জানিয়েছেন, রুশ ক্ষেপণাস্ত্র হামলায় সবমিলিয়ে ৬০টি অ্যাপার্টমেন্ট এবং ৫০টি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানিয়েছেন লভিভজুড়ে একাধিক স্থানে হামলা হয়েছে।

লভিভের গভর্নর ম্যাক্সিম কোজিৎস্কি তার নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে একটি ১৩ সেকেন্ডের ভিডিও প্রকাশ করেছেন। ভিডিও থেকে দেখা যাচ্ছে, চারতলা বিশিষ্ট একটি অ্যাপার্টমেন্ট ভবনের উপরের অংশ বলতে গেলে নাই হয়ে গেছে কিংবা যাও বা অবশিষ্ট রয়েছে তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।এর আগে মঙ্গলবার (৪ জুলাই) ইউক্রেনের খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ শিশুসহ অন্তত ৪৩ জন আহত হয়।মস্কো ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করে আসছে।তবে প্রায়ই রাশিয়ার বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানোর দাবি করে ইউক্রেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ