এগিয়ে আসছে জাতীয় নির্বাচন। এতে উত্তাপ বেড়েছে রাজনীতির মাঠে। এ অবস্থায় প্রধানমন্ত্রী সতর্ক করেছেন, আন্দোলনের নামে মানুষের গায়ে হাত দিলে ছাড় দেওয়া হবে না।আগামী নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। আর শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগ কোনো বাধা দেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হুমকি দিয়ে বিএনপির আন্দোলন থামানো যাবে না।
প্রধানমন্ত্রীর এ বক্তব্যে রাজনৈতিক প্রতিহিংসার প্রকাশ ঘটেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, হুমকি দিয়ে আন্দোলন থামানো যাবে না।আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, শান্তিপূর্ণ কোনো আন্দোলনে বাধা দেওয়া হবে না। তবে আগামী সংসদ নির্বাচন হবে সংবিধান মেনে।
যারা রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েেছ তারাই বিএনপির নেতৃত্ব দিচ্ছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।