গতমাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, কোনোভাবেই তিনি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসবেন না। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, যুক্তরাষ্ট গোপনে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসার পরামর্শ দিয়েছে। একইসঙ্গে ‘পুতিনের সঙ্গে বসবে না’ এমন কথা বলতে নিষেধ করেছে।
এরপর মঙ্গলবার রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা নিয়ে কথা বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তবে জেলেনস্কি রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য কিছু শর্ত দিয়েছেন।সেগুলো হলো- জাতিসংঘের সনদ অনুসারে চলমান যুদ্ধে ক্ষতিপূরণ দেওয়া এবং ইউক্রেনের দখলকৃত অঞ্চল থেকে সকল রুশ সৈন্য প্রত্যাহার করা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, প্রকৃত শান্তি আলোচনায় অংশ নিতে রাশিয়াকে বাধ্য করা উচিত। জলবায়ুসহ বিভিন্ন বিষয়ে রাশিয়াকে ‘অস্থিতিশীলতা সৃষ্টিকারী শক্তি’ বলেও মন্তব্য করেন তিনি।জাতিসংঘের ২৭ তম সম্মেলনে ভিডিও লিংকের মাধ্যমে অংশ নিয়ে ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে শান্তি আলোচনায় বাধ্য করা ছাড়াও তাদের আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন।