শিরোনাম:
নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় ২০০ এর বেশি মানুষের প্রাণহানি চুয়াডাঙ্গায় মাদক মামলার আসামীর কারাগারে অস্বাভাবিক মৃত্যু বগুড়ায় রাস্তার পাশে পড়েছিল এক যুবকের মরদেহ চাঁদপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই পরিবহন বাসকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত জার্মানির হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু পঞ্চগড়ে কবর খুঁড়ে পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে ঝিনাইদহে বড় ভাইকে হত্যার দায়ে অপর দুই ভাইয়ের যাবজ্জীবন সেন্ট মার্টিনে নৌবাহিনী ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান ডিসেম্বরের পরে নির্বাচন পেছালে সরকারকে তার কারণ ব্যাখ্যা করতে হবে বলে জানিয়েছে জুনায়েদ সাকি সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র আপাতত বন্ধ ঘোষণা করেছে উপজেলা কর্মকর্তা
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন

শীত ঘনিয়ে এলেও দাম কমার কোনো উপসর্গও নেই সবজির

প্রতিনিধির / ২৯২ বার
আপডেট : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
শীত ঘনিয়ে এলেও দাম কমার কোনো উপসর্গও নেই সবজির
শীত ঘনিয়ে এলেও দাম কমার কোনো উপসর্গও নেই সবজির

শীত ঘনিয়ে আসলেও রাজধানীর বাজারে সবজির দাম কমছে না। দাম কমার কোনো উপসর্গও এখন পর্যন্ত নেই। চড়া দামে বিক্রি হচ্ছে শিম, বাধাকপি, ফুলকপি, ক্যাপসিকাম, গাজর। শুক্রবার (৪ নভেম্বর) রাজধানীর বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।বাজারগুলোতে শীতের কিছু সবজির আনাগোনা রয়েছে কয়েক সপ্তাহ আগে থেকেই। তবে দাম বেশ চড়া। শিম বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। গাজরের কেজি ১২০ থেকে ১৫০ টাকা। প্রতি পিস বাধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ টাকা পিস দরে।

এছাড়া বাজারে পেঁপের কেজি ৫০ টাকা। এক কেজি করলা কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে, একই দামে বিক্রি হচ্ছে পটল।রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে শুক্রবার সকালে বাজার করতে আসা সিরাজুল ইসলাম বলেন, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। সবজি বলেন, মাছ বলেন, সব কিছুর। মাংসের বাজারে যাওয়ার তো সাহসই পাই না।

সাইদুল হক নামে অপর এক ক্রেতা বলেন, আমার বয়স প্রায় পঞ্চাশ। এত বছরে এমন দাম দেখিনি। কিছু জিনিসের দাম হুট করে বাড়ত, আবার কমে যেত। এখন তো সব এক সঙ্গে বেড়ে গেছে। কমার কোনো নামগন্ধ নাই।বাজার ঘুরে দেখা যায়, ঢেঁড়সের কেজি ৭০ টাকা, কচুর লতি ৮০ টাকা, বরবটি বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে, দুন্দলও বিক্রি হচ্ছে ৭০ টাকায়আকারভেদে চাল কুমড়া বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়, লাউ ৬০ থেকে ৮০ টাকা, মিষ্টি কুমড়ার ফালি ৩০ থেকে ৪০ টাকা।

এছাড়া কাঁচামরিচের কেজি ৮০ থেকে ১০০ টাকা, কাঁচা কলার হালি ৪০ থেকে ৫০ টাকা, লেবুর হালি ২০ থেকে ৩০ টাকা। শসার কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।সবজির এই বাড়তি দাম গত দুই মাসের বেশি সময় ধরে বলবৎ রয়েছে। এরমধ্যে কোনো সবজির দাম সেভাবে কমেনি, বরং বেড়েছে।দুই মাস আগে ব্রয়লার মুরগির দাম বেড়েছিল। এক ধাপ দাম কমলেও আবারও গত মাসে ব্রয়লারের দাম পৌছায় ১৮০ টাকায়। এখন তা বিক্রি হচ্ছে ১৯০ টাকা কেজি দরে। আর ডিমের হালি ৫০ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ