আগামী শুক্রবার রাজধানী ইসলামাবাদ অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করবে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। লাহোরের লিবার্টি চক থেকে এ কর্মসূচি শুরুর ঘোষণা দেন পিটিআই দলের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।এ সময় পাকিস্তানের প্রকৃত স্বাধীনতার জন্য এই লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে ইমরান বলেন, শুক্রবার লিবার্টি চক থেকে বেলা ১১টায় লংমার্চ শুরু হবে। তিনি নিজেই এই কর্মসূচির নেতৃত্ব দেবেন।পাকিস্তানের সব প্রান্ত থেকে ইসলামাবাদে জনতার ঢল নামবে বলেও দাবি করেন ইমরান খান।
এ সময় তিনি আরও বলেন, আমরা একটি বিষয়ই জানতে চাই—‘কে দেশের নেতৃত্ব দেবেন, সেটা দেশের জনগণই ঠিক করবে। আজ আমি গোটা জাতির কাছে আবেদন জানাচ্ছি—আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি একটি স্বাধীন দেশ হতে চাই, নাকি এই চোরদের সেবা করতে চাই?তবে, বিক্ষোভ শান্তিপূর্ণ এবং আইন মেনেই পরিচালনা করা হবে বলে জানান তিনি। ইমরান বলেন, ‘বিক্ষোভ হবে শান্তিপূর্ণ। আমরা আইন ভাঙব না কিংবা রেড জোনে প্রকাশ করব না। আদালত আমাদের যেসব শর্তে অনুমতি দিয়েছেন, তা মেনেই ইসলামাবাদে কর্মসূচি পালন করা হবে।
জাতীয় পরিষদে অনাস্থা ভোটে গত ৯ এপ্রিল ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন নির্বাচনের দাবিতে দেশজুড়ে একের পর এক সমাবেশ করছেন ইমরান খান।