বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন

শ্রীলঙ্কায় রাজবন্দিদের মুক্তির দাবিতে জোরালো বিক্ষোভে নেমেছে , শিক্ষার্থীরা

প্রতিনিধির / ২১৫ বার
আপডেট : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
শ্রীলঙ্কায় রাজবন্দিদের মুক্তির দাবিতে জোরালো বিক্ষোভে নেমেছে , শিক্ষার্থীরা
শ্রীলঙ্কায় রাজবন্দিদের মুক্তির দাবিতে জোরালো বিক্ষোভে নেমেছে , শিক্ষার্থীরা

শ্রীলঙ্কায় রাজবন্দিদের মুক্তির দাবিতে জোরালো বিক্ষোভে নেমেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাজধানী কলম্বোর কাছে তাদের সাথে নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘাত হয়।প্রতিবাদ মিছিলের আয়োজক ছিল ‘কেলানিয়া বিশ্ববিদ্যালয়’ এর শিক্ষার্থী সংগঠন আইউএসএফ।

সন্ত্রাসবাদ নির্মূল নীতিমালার আওতায় সাধারণ মানুষকে বন্দি রাখার তীব্র নিন্দা জানায় তারা। একইসঙ্গে, নীতিমালাটির সংস্কারে দেয় তাগিদ।বিক্ষোভকারীরা রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও পার্লামেন্ট ভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছিল।

কিন্তু পথেই তাদের বাধা দেয় দাঙ্গা পুলিশ। এলোপাতাড়ি লাঠিচার্জ আর জলকামান ব্যবহারের মাধ্যমে চলে ধরপাকড়।পুলিশের দাবি, ৭ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

কিন্তু মানবাধিকারকর্মীরা বলছেন, সংখ্যাটি অর্ধ-শতাধিক। গেলো মে মাসে রাজাপাকসে পরিবারকে ক্ষমতা থেকে হঠানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ