আল্ট্রা এজে দেখা গেছে বল ব্যাট ছুঁয়ে যাচ্ছে। আম্পায়ার কিনা রিপ্লে না দেখে তড়িঘড়ি করে আউট দিয়ে দিলেন!এমন বিস্ময়কর ঘটনা ব্যাপক ক্ষোভের জন্ম দিচ্ছে নেটিজেনদের মধ্যে। ইতোমধ্যে অস্ট্রেলিয়ান মিডিয়াগুলো এ ঘটনাকে ‘ডাকাতি’ বলছে, ‘বিস্ময়কর’ বলছে।
এমন জঘন্য সিদ্ধান্ত ক্রিকেট দুনিয়া আর কখনও দেখেছে কিনা সন্দেহ। কেউ যদি মনে করে থাকে, নিছক মানবিক ভুল থেকে আম্পায়ার রুসারি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে আপনি ভুল করছেন। কেননা টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে, ব্যাটের নিচে ছায়া ছিল, ব্যাট মাটি থেকে যথেষ্ট দূরে ছিল।
আইসিসির বাজে আম্পারিংয়ের শিকার বার বার বাংলাদেশের মতো দলগুলো হচ্ছে। এ নিয়ে গভীর পর্যালোচনা দরকার। ক্রিকেট বিশ্বকাপে এমন নিম্নমানের আম্পায়ারিং দর্শক ও ফ্যানদের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে— এ খেলাটিকে আর ভদ্রলোকের খেলা বলা যেতে পারে নাকি কোনো অদৃশ্য ইশারায় এ খেলা নিয়ন্ত্রণ চলে গিয়েছে।
যেখানে কোটি কোটি দর্শকের আবেগকে ভুল সিদ্ধান্তের মোড়কে জুয়ার বোর্ডে ঠেলে দেওয়া হচ্ছে।