বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন

সাকিবের বিরল রেকর্ড হবে ৮ উইকেট পেলেই ভারত সিরিজে

প্রতিনিধির / ২২ বার
আপডেট : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

দীর্ঘ প্রায় দেড় যুগের টেস্ট ক্যারিয়ারে ৬৯টি টেস্ট খেলেছেন সাকিব। এর মধ্যে ব্যাট হাতে ৪ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন আগেই। ৩৮.৫০ ব্যাটিং গড় নিয়ে এ মুহূর্তে সাকিবের টেস্ট রান ৪৫৫৩। অন্যদিকে লাল বলে ৩১.৩১ গড়ে সাকিব উইকেট শিকার করেছেন ২৪২টি।

কয়েকদিন আগে অবশ্য ভেট্টোরির থেকে একটি রেকর্ড কেড়ে নিয়েছেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে বাঁহাতি স্পিনার হিসেবে ভেট্টোরিকে (৭০৫ উইকেট) দুইয়ে ঠেলে দিয়ে শীর্ষে উঠেছেন সাবেক বাংলাদেশি অধিনায়ক (৭০৮ উইকেট)। এবার অলরাউন্ডারের বিরল রেকর্ডে ভাগ বসানোর পালা

৪০০০ রান ও ২৫০ উইকেটের এলিট এ ক্লাবে সবার ওপরে আছেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি জ্যাক ক্যালিস। তালিকার দুইয়ে ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব। পরের দুটি অবস্থানে আছেন ইয়ান বোথাম ও ড্যানিয়েল ভেট্টোরি।

দলের জন্য স্বপ্নের মতো একটা সিরিজ গেলেও সাকিব আল হাসানের জন্য সে সিরিজটা মিশ্র অনুভূতিরই ছিল। দুই টেস্টে ব্যাট হাতে মাত্র ৩৮ রান করেছেন, বল হাতে নিয়েছেন ৫ উইকেট। তবে সংখ্যাগুলো অনেক কিছু বললেও সবকিছু বলছে না। প্রথম টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে মেহেদি হাসান মিরাজের ৪ উইকেটের পাশাপাশি সাকিবের ৩ উইকেটই বাংলাদেশকে টেস্ট জয়ের পথে নিয়ে গিয়েছিল।

এই মিশ্র অনুভূতি নিয়েই এবার ভারতের বিপক্ষে সিরিজে নামছেন সাকিব। দুই টেস্ট ও তিন টোয়েন্টি খেলতে এরই মধ্যে ভারত সফরে গেছে বাংলাদেশ দল। আগামী পরশু, অর্থাৎ ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হতে যাচ্ছে দুদলের প্রথম টেস্ট। সাকিবের জন্য সে ম্যাচটি হতে পারে বিরল এক কীর্তি গড়ার সুযোগও, যে কীর্তি এর আগে গড়তে পেরেছেন মোটে চার জন।

জ্যাক ক্যালিস, কপিল দেব, ইয়ান বোথাম ও ড্যানিয়েল ভেট্টোরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ